আন্তর্জাতিক News

 আন্তর্জাতিক

১৬ টা ২৬ মিনিট, ৩১ অক্টোবর ২০২৩

আরও এক হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

বিমান হামলায় নাসিম আবু আজিনা নামে হামাসের এক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরাইল। মঙ্গলবার (৩১ অক্টোবর) এক ইসরাইলি সেনার এক্স (সবেক টুইটার) পোস্টে এই হত্যার দাবি করা হয়।

গত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজায় অবিরাম বোমাবর্ষণ করে চলেছে ইসরাইল। ছবি: সংগৃহীত
গত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজায় অবিরাম বোমাবর্ষণ করে চলেছে ইসরাইল। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

১ মিনিটে পড়ুন

পোস্টে বলা হয়, তিনি (নিহত) হামাসের গাজার বেইত লাহিয়া ব্যাটালিয়নের কমান্ডার ছিলেন। নিহত হামাস কমান্ডার গত ৭ অক্টোবর ইসরাইলে অতর্কিত হামলার সঙ্গেও জড়িত ছিলেন দাবি ওই সেনার।

<script type="text/javascript"> atOptions = { 'key' : '6cc6fcb5e53cb00894e87dd85393c85d', 'format' : 'iframe', 'height' : 50, 'width' : 320, 'params' : {} }; document.write('<scr' + 'ipt type="text/javascript" src="//www.highcpmcreativeformat.com/6cc6fcb5e53cb00894e87dd85393c85d/invoke.js"></scr' + 'ipt>'); </script>

 
এর আগে গত ২১ অক্টোবর ইসরাইলি বিমান হামলায় এক হামাস কমান্ডার সপরিবারে নিহত হন। ওই কমান্ডার নাম তালাল আল-হিন্দি। প্রত্যক্ষদর্শীদের বরাতে আল জাজিরা জানায়, হামাস কমান্ডার তালাল আল-হিন্দির বাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।
 <script type="text/javascript">
atOptions = { 'key' : '6cc6fcb5e53cb00894e87dd85393c85d', 'format' : 'iframe', 'height' : 50, 'width' : 320, 'params' : {} }; document.write('<scr' + 'ipt type="text/javascript" src="//www.highcpmcreativeformat.com/6cc6fcb5e53cb00894e87dd85393c85d/invoke.js"></scr' + 'ipt>'); </script>
 
এছাড়াও গত ১৯ অক্টোবর ইসরাইলি বিমান হামলায় সপরিবারে নিহত হন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের জাতীয় নিরাপত্তা বাহিনীর প্রধান জিহাদ মহসিন। গাজা সিটির শেখ রেদওয়ানে জিহাদ মহসিনকে লক্ষ্য করে চালানো হামলায় তিনি নিহত হন।
 
গত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজায় অবিরাম বোমাবর্ষণ করে চলেছে ইসরাইল। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা ও যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও এক মুহূর্ত ক্ষান্ত হয়নি ইসরাইলি সেনারা।
 
<script type="text/javascript"> atOptions = { 'key' : '6cc6fcb5e53cb00894e87dd85393c85d', 'format' : 'iframe', 'height' : 50, 'width' : 320, 'params' : {} }; document.write('<scr' + 'ipt type="text/javascript" src="//www.highcpmcreativeformat.com/6cc6fcb5e53cb00894e87dd85393c85d/invoke.js"></scr' + 'ipt>'); </script>
 
বোমা হামলায় এরই মধ্যে ৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের মধ্যে শিশুই রয়েছেন তিন হাজারেরও বেশি। এদিকে ইসরাইলের সর্বাত্মক অবরোধের কারণে বিদ্যুৎ, জ্বালানি, পানি ও খাদ্যের অভাবে এই মুহূর্তে মানবেতর জীবন কাটাচ্ছে গাজাবাসীরা।
 

সম্পূর্ণ নিউজ সময়
১৪ টা ৫৪ মিনিট, ৩১ অক্টোবর ২০২৩

ফিলিস্তিনিদের দুঃখ-দুর্দশায় ঠাট্টা-বিদ্রূপ করে ভিডিও বানাচ্ছে ইসরাইলিরা

গত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজায় অবিরাম বোমাবর্ষণ করে চলেছে ইসরাইল। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা ও যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও এক মুহূর্ত ক্ষান্ত হয়নি ইসরাইলি সেনারা।

গাজার মানবিক সংকট নিয়ে ব্যাঙ্গ করে ভিডিও বানাচ্ছেন ইসরাইলি কন্টেন্ট ক্রিয়েরটাররা। ছবি: ভিডিও থেকে
গাজার মানবিক সংকট নিয়ে ব্যাঙ্গ করে ভিডিও বানাচ্ছেন ইসরাইলি কন্টেন্ট ক্রিয়েরটাররা। ছবি: ভিডিও থেকে

আন্তর্জাতিক ডেস্ক

৩ মিনিটে পড়ুন

এই নিরলস বোমা হামলায় এরই মধ্যে ৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের মধ্যে শিশুই রয়েছেন তিন হাজারেরও বেশি। এদিকে ইসরাইলের সর্বাত্মক অবরোধের কারণে বিদ্যুৎ, জ্বালানি, পানি ও খাদ্যের অভাবে এই মুহূর্তে মানবেতর জীবন কাটাচ্ছে গাজাবাসীরা।

 <script type="text/javascript"> atOptions = { 'key' : '6cc6fcb5e53cb00894e87dd85393c85d', 'format' : 'iframe', 'height' : 50, 'width' : 320, 'params' : {} }; document.write('<scr' + 'ipt type="text/javascript" src="//www.highcpmcreativeformat.com/6cc6fcb5e53cb00894e87dd85393c85d/invoke.js"></scr' + 'ipt>'); </script>
কিন্তু ফিলিস্তিনিদের এই মানবিক বিপর্যয় ও দুঃখ-দুর্দশা নিয়ে ট্রোল তথা ঠাট্টা-বিদ্রুপ করছে ইসরাইলের বাসিন্দারা। এমনকি এ নিয়ে ভিডিওও তৈরি করছে তারা। এসব ভিডিও ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হচ্ছে। 
 
গত শুক্রবার (২৭ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন করেছে ও তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডও। আল জাজিরা তাদের ফেসবুক ও  ইন্সটাগ্রাম পেইজে একটি ভিডিও প্রকাশ করেছে। 
 
 
ভিডিওটি মূলত ইসরাইলের বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটরের প্রকাশিত ভিডিও’র সংকলন। তাতে দেখা যাচ্ছে, ইসরাইলের বেশ কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর গাজার মানবিক সংকট নিয়ে ব্যঙ্গ করছেন। এমনকি তারা এসব ভিডিওতে নিহত ফিলিস্তিনি শিশুদের ছবিও যুক্ত করেছেন।
 <script type="text/javascript">
atOptions = { 'key' : '6cc6fcb5e53cb00894e87dd85393c85d', 'format' : 'iframe', 'height' : 50, 'width' : 320, 'params' : {} }; document.write('<scr' + 'ipt type="text/javascript" src="//www.highcpmcreativeformat.com/6cc6fcb5e53cb00894e87dd85393c85d/invoke.js"></scr' + 'ipt>'); </script>
গত ৭ অক্টোবর ইসরাইলে অতর্কিত রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারই জবাবে ফিলিস্তিনে নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরাইলের সেনাবাহিনী। সংঘাত চার সপ্তাহে গড়ালেও ফিলিস্তিনের গাজায় এখনো বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরাইল।
 
তাদের এই হামলায় এখন পর্যন্ত আট হাজোর ৩০৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ হাজার। বোমাবর্ষণ অব্যাহত থাকায় রক্তপাত বাড়ছে। লাফি লাফিয়ে বাড়ছে হতাহতের সংখ্যাও। প্রত্যক্ষদর্শীরা বলছেন, গাজা উপত্যকা এরই মধ্যে মৃত্যুপূরী হয়ে উঠেছে। সেখানে মৃতদের জন্য শোক প্রকাশ করার লোক নেই। 
 
 
সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন হাজার হাজার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে যাতে দেখা যাচ্ছে, বিমান হামলায় নিহতদের জন্য আহাজারি করছে ফিলিস্তিনিরা। হারানো সন্তানের জন্য কাঁদছেন বাবা-মা। বাবা-মার জন্য কাঁদছে সন্তানরা। কিন্তু ফিলিস্তিনিদের স্বজন হারানোর এই আহাজারি নিয়ে ঠাট্টা করতে ছাড়ছে না ইসরাইলিরা। 
 
অবরুদ্ধ গাজায় মানবেতর পরিস্থিতি সৃষ্টি করেছে ইসরাইল। গত ৭ অক্টোবর থেকেই গাজায় পানি, বিদ্যুৎ,জ্বালানি সরবারাহ বন্ধ করে দিয়েছে নেতানিয়াহু সরকার। এমনকি ইসরাইলি তাণ্ডবে বাস্তুচ্যুত হয়েছেন গাজার ১৪ লাখের বেশি বাসিন্দা। যার মধ্যে ৬ লাখের বেশি আশ্রয় নিয়েছেন জাতিসংঘ পরিচালিত ১৫০টি জরুরি আশ্রয়শিবিরে।
 
গাজাবাসীর এই মানবেতর জীবনযাপন নিয়ে ব্যঙ্গ করে ভিডিও তৈরি করছে ইসরাইলের একদল কনটেন্ট ক্রিয়েটর। তাদের বিভিন্ন কন্টেন্টে দেখা গেছে, অনেকেই ফিলিস্তিনিদের নির্মম মৃত্যু নিয়ে ব্যঙ্গ করার জন্য হাতেমুখে কৃত্রিম রঙ বা সস মেখে বিকৃত অঙ্গভঙ্গি করছেন। এসব ভিডিওতে ছোট্ট শিশুদেরও ব্যবহার করা হয়েছে।
 
ভিডিওতে দেখা যায়, ফিলিস্তিরনের সন্তান হারানো মায়েদেরকে ব্যঙ্গ করে ভিডিও করছেন এক ইসরাইলি নারী। তাতে মাথায় হিজাব পরে বিদ্রুপমূলক কান্নাকাটি করছেন তিনি। 
 
 
আবার ভিডিও’র এক জায়গায় দেখা যায়, এক যুবক বারবার ঘরের লাইট অন-অফ করছেন। যা দিয়ে তিনি মূলত গাজাবাসীদের বিদ্যুৎহীন বাবা অন্ধকারে থাকার বিষয়টি হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করার চেষ্টা করেন। বিষয়টি এমন যে, দেখ, আমাদের ইসরাইলে বিদ্যুৎ আছে। তোমাদের গাজায় নাই। 
 
৭ অক্টোবর থেকেই গাজায় পানি সরবরাহ বন্ধ রয়েছে। এ বিষয়টি নিয়েও ব্যঙ্গ করে ভিডিও বানিয়েছেন কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর। ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক ট্যাপে পানি ছেড়ে দিয়েছেন এবং বিষয়টির দিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। এর মানেও স্পষ্ট যে, দেখ, আমাদের এখানে পানি আছে। তোমাদের ওখানে নাই। 
 
আল জাজিরার এক প্রতিবেদনে জানা গেছে, ‘আই অন ফিলিস্তিন’ নামের একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে এসব রিলস শেয়ার করা হয়েছে। অ্যাকাউন্টটিতে ৬১ লাখ ফলোয়ার রয়েছে। 

Post a Comment

Previous Post Next Post